দোকানে কাজ করে জিপিএ-৫ পেয়েছে সেনবাগের সাইফুল ||

সেনবাগ: পরিবারের কর্তা বাবা চলে গেছে না ফেরার দেশে অনেক আগে। গৃহিণী মা ৪ ভাই ১ বোনের সংসারে সবার ছোট সাইফুল ইসলাম।

সংসারের অভাব অনটনের মধ্যে দোকানে কাজ করে নিজের ইচ্ছায় পড়া লেখা করে দারিদ্র্যতাকে হার মানিয়ে চলতি দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের দক্ষিন তাহিরপুর গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে। 

প্রকাশিত ফলাফলে নোয়াখালীর সেনবাগ উপজেলার তাহিরপুর তামীরুল উম্মাত দাখিল মাদরাসা থেকে ৫৭জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে ৬ জন জিপিএ-৫ সহ শত ভাগ পাশ করেছে। তার মধ্যে সাইফুল ইসলাম একমাত্র ব্যতিক্রম।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ৬ জুন ২০১৫।

Post a Comment

Previous Post Next Post