সেনবাগে সিএনজি ও অটোরিকশার ভাড়া নির্ধারণ ||

সেনবাগ: দীর্ঘ দিন পর নির্ধারণ হলো সেনবাগের অটোরিকশার ভাড়া।

মঙ্গলবার বিকেলে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার উদয়ন দেওয়ানের কার্যালয়ে উপজেলা অটোরিকশা (সিএনজি’র) মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দের নিয়ে  দ্বীপক্ষিয় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার উদয়ন দেওয়ানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. মমিনুল হক সেন্টু, শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ কাউন্সিলর’সহ মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় উপজেলা প্রশাসন এবং অটোরিকসা (সিএনজি) মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের ঐক্যমতের ভিত্তিতে বিভিন্ন এলাকার আটোরিকশা ভাড়া নির্ধারিত হয়।

নিম্নে বিভিন্ন এলাকার সিএনজির ভাড়া দেওয়া হল- সেনবাগ রাস্তার মাথা থেকে সেনবাগ উপজেলা গেইট পর্যন্ত ভাড়া ১২টাকা, সেনবাগ উপজেলা থেকে কানকিরহাট বাজার পর্যন্ত ভাড়া ২৫টাকা, সেনবাগ হইতে গাজিরহাট (ডমুরুয়া মোড়) পর্যন্ত ভাড়া ১৮টাকা, সেনবাগ হইতে ফকিরহাট পর্যন্ত ভাড়া ১২টাকা, সেনবাগ হইতে মগুয়া রাস্তার মাথা পর্যন্ত ১০টাকা, কানকিরহাট বাজার হইতে ছাতারপাইয়া বাজার ১৫টাকা, সেনবাগ বাজার হইতে ছিলোনিয়া বাজার পর্যন্ত ২৫টাকা, সেনবাগ হইতে দরবেশহাট পর্যন্ত ২০টাকা, সেনবাগ হইতে কালামের দোকান পর্যন্ত ১০টাকা, সেনবাগ হইতে উত্তর অর্জুনতলা পর্যন্ত ১০টাকা, সেনবাগ হইতে বটতলা পর্যন্ত ১৫টাকা, সেনবাগ হইতে তুলাপুকুরিয়া পর্যন্ত ২৫টাকা ভাড়া নির্ধারিত করা গেল।

অপরদিকে অটোরিকশা মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্ত গৃহিত হয় যে, এখন থেকে অটোরিকশা সকল চালককে ড্রাইভিং লাইসেন্স অথবা পরিচয় সঙ্গে রাখা বাধ্যতামূলক।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২০ মে ২০১৫।

Post a Comment

Previous Post Next Post