বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী শহর শাখার সবেক সভাপতি ও কেন্দীয় কার্যকরী পরিষদের সাবেক সদস্য নেয়ামত উল্যাহ শাকের সহ ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার
সকাল সাড়ে দশটার দিকে তাঁদের শহরের হাউজিং এলাকার একটি স্কুল থেকে সুধারাম থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অপরজন হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪ নং পৌর ওয়ার্ডের সভাপতি জহিরুল ইসলাম সুমন। সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে হাউজিং এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় এবং নেয়ামত উল্যাহ শাকের এর বিরূদ্ধে এর আগে একাধিক মামলা রয়েছে। এছাড়া জহিরুল ইসলামের বিরূদ্ধে একটি মামলা রয়েছে।
দৈনিক সেনবাগের কণ্ঠ/১৪ মে ২০১৫।
Tags:
স্থানীয় সংবাদ