সেনবাগ: নোয়াখালীর সেনবাগে বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল সাংবাদিক বিশিষ্ট কলামিস্ট ও বুদ্ধিজীবি মুহাম্মদ কামারুজ্জামানের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে দায়িত্বপ্রাপ্ত নেতাদের উদ্যোগে সেনবাগ পৌর শহরের নামার বাজার, সেবারহাট, গাজীরহাট, কানুচর, মইশাই, ছাতারপাইয়া, ফকিরহাট, নবীপুর, ছিলোনিয়া, মোহাম্মদপুর, চাঁদপুর, উত্তর জয়নগর বিন্নাগনি, কানকিরহাট, কাদরা সহ ২০টি স্থানে জানাজা অনুষ্ঠিত হয়।
পৌর শহরের গায়েবানা জানাজায় উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক, পৌর জামায়াতের সভাপতি মাওলানা মোঃ হানিফ সেক্রেটারী আনোয়ারুল আজিম সোহেল, শিবির সদর সভাপতি কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
এবং বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড দায়িত্বশীলদের উদ্যোগে প্রতিটি স্থানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। দলমত নির্বিশেষে সকলস্তরের মানুষ জানাজায় অংশ গ্রহন করে।
উল্লেখ্য, প্রত্যেক জানাজাপূর্ব নেতৃবৃন্দ বক্তৃতা দিয়ে বলেন, শেখ হাসিনার সরকার দেশকে মেধাশুন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে নিরপরাধ মুহাম্মদ কামারুজ্জামানকে বিচারিক হত্যা করে সারা মুসলিম বিশ্বের মানুষের বুকে আগুনের লেলিহান শিখা জালিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন।
নেতৃবৃন্দ বলেন, এই লেলিহান শিখা আওয়ামী লীগের ক্ষমতার মসনদকে ভেঙ্গে চুরমার করে দিবে। নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেন কামারুজ্জামানের প্রতি ফোটা রক্তের বদলা বাংলাদেশে ইসলামকে বিজয়ের মাধ্যমে নেওয়া হবে ইনশাল্লাহ।
দৈনিক সেনবাগের কণ্ঠ/১২ এপ্রিল ২০১৫।