কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপি গুম খুন ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির গাজিপুর মহানগরী। গাজীপুর মহানগরীর সভাপতি ফুয়াদ হাসান পল্লবের নেতৃত্বে মিছিলটি ঢাকা-ময়মনশিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে। মিছিলে আরো ছিলেন মহানগরীর সেক্রেটারি আহমেদ ইমতিয়াজ, জামাত নেতা আশরাফ আলী কাজল, মহানগর শিবিরের অফিস সম্পাদক ইশমাম আব্দুল্লাহ, অর্থ সম্পাদক তাজদীদ বিন ওয়য়াদুদ, এইচ আর ডি সম্পাদক ফজলুল হক নোমান, শিক্ষা সম্পাদক রুপম, প্রচার সম্পাদক হাসান মেহরাব ও অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মহানগরীর সভাপতি বলেন আমাদের এ আন্দোলন চলছে চলবে, সরকার পতন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। দেশব্যাপি গুম খুন ও নির্যাতনের চরম মূল্য দিতে হবে এ সরকারকে। তিনি আরো বলেন গাজীপুরের শহিদ ফরিদ ভাইয়ের রক্ত বৃথা যেতে পারেনা শহিদের রক্তের বিনিময়ে এদেশে অবৈধ সরকারকে বিতাড়িত করেই ছাড়বে ছাত্রজনতা।পরে সবাইকে ধন্যবাদ জানিয়ে মিছিল ও সমাবেশ শেষ হয়।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২২ মার্চ ২০১৫।