সেনবাগে যুবলীগ নেতার মামলায় আ.লীগ নেতা কারাগারে ||

সেনবাগ: নোয়াখালীর সেনবাগে যুবলীগ নেতার করা মামলায় এক আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

শনিবার রাতে সেনবাগ পৌর শহরে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ইয়াছিন পাটোয়ারী উপজেলার অর্জুনতলা ইউপির ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং শাহ পরান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী।
 
স্থানীয় এলাবাসী সুত্রে জানা গেছে, কিছুদিন পূর্বে  বটতলা নামক স্থানে তুচ্ছ ঘটনা নিয়ে উপজেলা যুবলীগ নেতা শাহ পরানের ছোট ভাই শাহজাহানের (বাকপ্রতিবন্ধি) এর সাথে আওয়ামীলীগ নেতা ইয়াছিন পাটোয়ারীর বাকবির্তক হয়। এর এক পর্যায়ে শাহজাহানকে মারধর করে ইয়াছিন। ঘটনাকে ঘিরে সে সময়ে ওই এলাকায় উত্তেজনা জড়িয়ে পড়ে। এ অবস্থা দেখে স্থানীয় লোকজন বিষয়টি মিমাংশার জন্য বার বার চেষ্টা করলেও আওয়ামী লীগ নেতা ইয়াছিন পাটোয়ারীর অতীত কর্মকান্ড নিয়ে কথা উঠলে ব্যার্থ হয়।

পরে ঘটনায় যুবলীগ নেতা শাহপরান বাদী হয়ে আওয়ামী লীগ নেতা ইয়াছিন পাটোয়ারী ও তার ছেলে  রিয়াদ কে আসামী করে সেনবাগ থানায়  মামলা দায়ের করে।

মামরলার ভিত্তিতে শনিবার রাতে ইয়াছিন পাটোয়ারীকে পৌর শহর থেকে গ্রেফতার করে পুলিশ। রোববার দুপুরে তাকে জেলা কারাগারে প্রেরণ করে।

উপজেলা প্রতিনিধি/দৈনিক সেনবাগের কণ্ঠ/২২ মার্চ ২০১৫।

Post a Comment

Previous Post Next Post