সেনবাগে ইসলামী ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ||

সেনবাগ: র্র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নোয়াখালীর সেনবাগে ইসলামী ফাউন্ডেশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রোববার সকালে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্র্যালীবের হয়। র্র্যালীটি  সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরিষদের সভা কক্ষে এসে শেষ হয়।

পরে পরিষদের সভা কক্ষে ইসলামী ফাউন্ডেশনের উপজেলা সুপার ভাইজার মাওলানা মোঃ ইসমাইলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার উদয়ন দেওয়ান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমান্ডার আবদুল ওহাব। উপজেলার মসজিদ ভিত্তিক শিশু শিক্ষার সকল শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা র্র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

উপজেলা প্রতিনিধি/দৈনিক সেনবাগের কণ্ঠ/২২ মার্চ ২০১৫।

Post a Comment

Previous Post Next Post