সেনবাগ প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে শনিবার পৌর শহরের বিএনপিও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। বিকেলে বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন পৌর বিএপির সাধারন সম্পাদক ফারুক বাবুল, বিএনপি নেতা নুরুল আমিন মেম্বার, ভিপি মফিজ, কাদরা ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন ইকবাল, শ্রমীক দলের সভাপতি বেলাল কমিশনার, যুবদল সেক্রেটারী সুলতান সালা উদ্দিন লিটন, পৌর যুবদল সভাপতি এমাম হোসেন, উপজেলা ছাত্রদল সভাপতি রাসেল, সাধারন সম্পাদক নুরনবী রাজু, পৌর ছাত্রদল সভাপতি এমরান হোসেন স্বপন, জাহাঙ্গীর আলম প্রমুখ।
অন্যদিকে বিকেলে উপজেলার সেবারহাট ও ছমিরমুন্সিরহাট বাজারে অর্ধশত ককটেল বিস্ফোরণ করে ৯টি সিএনজি অটোরিক্সা এবং একটি ট্রাক ভাংচুর করে বিএনপির নেতা কর্মীরা। ঘটনার পর সন্ধ্যায় পুলিশ, র্যাব ও বিজিবির টহল জোরধার করা হয়েছে।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১৪ ফেব্রুয়ারি ২০১৫।