সিলেটে নাশকতাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হয়েছে এক এসএসসি পরীক্ষার্থী।
রোববার সন্ধ্যা ৬টার দিকে নগরীর মীরাবাজারে ছাত্রদলের নেতাকর্মীরা গাড়ি ভাংচুর করার সময় এ ঘটনা ঘটে। নাশকতাকারীদের রুখতে পুলিশের ছোড়া রাবার বুলেটটি ওই শিক্ষার্থীর ডান চোখের নিচে নাকের পাশে বিদ্ধ হয়।
আহত শর্মী দেব নগরীর যতরপুরের ৭১ নবপুষ্প বাসার ভাড়াটিয়া বিনোদ বিহারী দেব ও শান্তা দেবের একমাত্র মেয়ে। সে এবার নগরীর কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।
মা শান্তা দেব সমকালকে জানান, সন্ধ্যায় বাসার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাইরে রাস্তায় গণ্ডগোলের মধ্যে একটি গুলি এসে তার মুখে লাগে। আশপাশের লোকজনের সহায়তায় তাকে মীরাবাজারে একটি ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়। ওই ফার্মেসিতে পল্লী চিকিৎসক ডা. জিকে চক্রবর্তী গুলিটি বের করে সেলাই করে ঔষধ লেখে দেন।
নগরীর একটি মসলার মিলের কর্মচারী বাবা বিনোদ বিহারী জানান, এ দুর্ঘটনার পর মেয়েটি বাকি পরীক্ষা দিতে পারবে কি-না, এনিয়ে তারা উদ্বিগ্ন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ সমকালকে জানান, মীরাবাজারে পিকেটারদের লক্ষ্য করে গুলি ছুড়লেও এসএসসি পরীক্ষার্থী আহত হওয়ার খবর তার জানা নেই।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১৫ ফেব্রুয়ারি ২০১৫।