সকল বাধা মোকাবেলা করে চূড়ান্ত বিজয় অর্জন করবে ছাত্রজনতা : ছত্রশিবির ||

অবৈধ সরকারের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে ২০ দল আহুত টানা ৭২ ঘন্টা হরতালের ৩য় দিনে রাজধানীসহ সারাদেশে মিছিল, অবরোধ ও সমাবেশ করেছে ছাত্রশিবিরের বিভিন্ন শাখা। এসব শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের পেটুয়াবাহীনি হামলা চালিয়ে ২৩জন নেতাকর্মীকে আহত ও ৩১জনকে গ্রেপ্তার করেছে।

দেশের বিভিন্ন স্থানে হরতাল কর্মসূচিতে অংশ নিয়ে শিবির নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্রের মুক্তির জন্য ছাত্রজনতার আন্দোলন শুরু হওয়ার পর থেকেই নানা ভাবে হুমকি দিয়ে আসছে অবৈধ সরকার। প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী এমপিরা প্রতিদিনই মুক্তিকামী জনতার বুকে গুলি করার হুমকি ও নির্দেশ দিয়ে আসছেন। সম্প্রতি জনগণের অর্থে পালিত আইনশৃঙ্খলা বাহীনির উচ্চ পদস্থ কর্মকর্তারাও অবৈধ সরকারের সাথে কন্ঠ মিলিয়ে হত্যা যজ্ঞের হুমকি দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই সেই হুমকির ফল স্বরুপ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিরোধী দলীয় বিশেষ করে জামায়াত-শিবির নেতাকর্মীরা নির্বিচারে হত্যা করা হচ্ছে। সব কিছুতে ব্যর্থ হয়ে হত্যাযজ্ঞ চালিয়ে আন্দোলন দমন করতে চাইছে অপশক্তি। কিন্তু তাতেও লাভ হচ্ছেনা। বরং মুক্তিকামী ছাত্রজনতার আন্দোলন আরও তীব্র হয়েছে। এতে প্রমাণ হয় অবৈধ সরকার ও তার দোষরদের হত্যা হুমকি নিপিড়ণকে মুক্তিকামী জনগণ পাত্তা দেয়নি। বরং সকল বাধার মোকাবেলা করেই চূড়ান্ত বিজয় অর্জন করবে মুক্তিকামী ছাত্রজনতা।

ঢাকা মহানগরী পূর্ব

৩য় দিনের হরতাল সফল করতে রাজধানীর মতিঝিলে মিছিল অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা। সকাল ১০টায় শাখা সেক্রেটারী সিয়াম আহমেদের নেতৃত্বে মতিঝিল এলাকায় মিছিল অবরোধ করে নেতাকর্মীরা।

তিতুমীর কলেজ

হরতালের ৩য় দিনেও মিছিল ও অবরোধ করেছে ছাত্রশিবির তিতুমীর কলেজ শাখা। সকাল ৯টায় মহানগরী উত্তরের শিা সম্পাদকের নেতৃত্বে মহাখালীর ওয়্যারলেসগেট এলাকায় এই মিছিল ও নেতাকর্মীরা।

খুলনা মহানগরী

৭২ঘন্টা হরতালের ৩য় দিনে নগরীতে মিছিল করেছে ছাত্রশিবির খুলনা মহানগরী শাখার নেতৃবৃন্দ। সকালে নগরীর দৌলতপুরে মিছিল বের করে বিএল কলেজ শিবিরের নেতৃবৃন্দ। অন্যদিকে সকাল ৯টায় বানরগাতী মিছিল করে সোনাডাঙ্গা থানা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

কুমিল্লা মহানগরী

হরতাল সফল করতে নগরীতে মিছিল অবরোধ করে ছাত্রশিবির কুমিল্লা মহানগরী শাখা। সকাল ১১টায় শাখা সেক্রেটারী কামাল হোসেনের নেতৃত্বে মিছিলটি নগরীর শাসনগাছা এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজপথ অবরোধ করে।

নারায়নগঞ্জ মহানগরী

হরতালের সমর্থনে নগরীতে বিক্ষোভ মিছিল ও রাজপথ অবরোধ করে ছাত্রশিবির নারায়নগঞ্জ মহানগরী শাখা। সকাল ১০টায় শাখা সভাপতি যোবায়ের আহমেদের নেতৃত্বে নগরীর চাষাড়া এলাকায় মিছিল অবরোধ করে নেতাকর্মীরা।

চট্টগ্রাম মহানগরী উত্তর

হরতালে সমর্থনে চট্টগ্রাম মহানগরী উত্তর শিবিরের উদ্যোগে মিছিল অবরোধ করা হয়। সকাল ১১টায় রাহাত্তার পুল এলাকায় শিবির নেতাক এম এ আজিজের নেতৃত্বে অবরোধ করে নেতাকর্মীরা। তাছাড়া নগরীর চান্দগাঁও, বায়েজিদ, কোতোয়ালী, বাকলিয়া এলাকায় শিবির কর্মীরা মিছিল ও অবরোধ করে।

সিরাজগঞ্জ শহর

হরতালের সর্মথনে সিরাজগঞ্জ শহরে মিছিল করেছে ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখা। সকাল পোনে আটটার দিকে শহর শিবিরের সেক্রেটারী মোঃ ময়নুল হক মনি এর নেতৃত্বে মিছিলটি শহরের পাঁচরাস্তা মোড় থেকে বের হয়ে ইবি রোড প্রদক্ষিন করে সরকারি ইসলামী কলেজের গ্রেটে গিয়ে রাজপথ অবরোধ করে।

দিনাজপুর জেলা উত্তর

৭২ ঘন্টা হরতালের ৩য় দিনে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও রাজপথ অবরোধ করে দিনাজপুর জেলা উত্তর ছাত্রশিবির। সকাল ১১টায় একটি মিছিল ভবের বাজারে শুরু হয়ে দিনাজপুর-রংপুর মহাসড়কে অভরোধ করে। এতে নেতৃত্বদেন জেলা সভপতি মোঃ ময়নুল ইসলাম।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১২ফেব্রুয়ারী ২০১৫।

Post a Comment

Previous Post Next Post