গাড়ি ভাংচুরের মামলায় আদালতের শুনানিতে অনুপস্থিত থাকায় চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক আহসান উল্লাহর বাসার মালামাল ক্রোক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম নুরে আলম ভুইয়ার নির্দেশে নগরীর বাকলিয়া থানার রসুলবাগ আবাসিক এলাকার সি ব্লকের বাসা থেকে পুলিশ তার অস্থাবর সম্পদ ক্রোক করে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান, পুলিশের উপর হামলা ও ভাংচুরের ঘটনায় ২০১২ সালের ৯ নভেম্বর পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি মামলার প্রধান আসামী আহসান উল্লাহ। তিনি পলাতক থাকায় আদালত তার বাসার মালামাল জব্দ করার নির্দেশ দেন। আদালতের নির্দেশে তার ব্যবহার্য জিনিসপত্র, টিভি, ফ্রিজ ও আসবাবপত্র জব্দ করা হয়েছে।’
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১২ ফেব্রুয়ারী ২০১৫।
Tags:
নিউজ শীর্ষ