শিবিরের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দৈনিক সেনবাগের কণ্ঠ পরিবার থেকে অভিনন্দন ||

আগামীকাল ৬ই ফেব্রুয়ারী ২০১৫,
এশিয়া মহাদেশের‬ সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩৮তম প্রতিষ্ঠা‬ বার্ষিকী।

১৯৭৭ সালের ৬ই ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের‬ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মাত্র ‪৬ জন‬ জনসংখ্যা নিয়ে বাংলার জমিনে ইসলাম কায়েমের এক মহৎ লক্ষ্য কে সামনে রেখে যাত্রা শুরু করে ইসলামী ছাত্রশিবির‬।

জন্মের পর থেকে আজ পর্যন্ত ৩৮টি বছরের প্রত্যেকটা বছর, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় বাতিলের বিরুদ্ধে লড়াই করে আজ পর্যন্ত গর্বের সহিত টিকে আছে লক্ষ কোটি তরুনের প্রান প্রিয় সংগঠন ‪বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মাত্র ৬ জনের ছাত্রশিবির আজ ৬ শত নয়, ৬ হাজার নয়, ৬ লক্ষ নয়, আজ প্রায় কোটির কৌঠায় পৌঁছে গিয়েছে শিবিরের জনপ্রিয়তা!!
বর্তমান সময়ে ছাত্রশিবিরের বিরুদ্ধে এত অপপ্রচার, নির্যাতন, সত্ত্বেও যে হারে শিবিরের প্রতি তরুন সমাজ আকৃষ্ঠ হচ্ছে, তা সত্যিই অকল্পনীয় ও প্রসংশনীয়। দীর্ঘ ৩৮ বছরের পথ চলায় গৌরব করার মত অনেক কিছুই অর্জন করেছে ছাত্রশিবির। ভবিষ্যতেও করবে।

শুভ হোক তোমাদরর আগামীর পথ চলা। হাটি হাটি পা পা করে এগিয়ে চল তোমরা তোমাদের চুড়ান্ত বিপ্লবের পথে। তোমাদের প্রতি রইলো দৈনিক সেনবাগের কণ্ঠ পরিবারের পক্ষ থেকে শুভকামনা ও অভিনন্দন।

এডমিন- দৈনিক সেনবাগের কণ্ঠ।

Post a Comment

Previous Post Next Post