সিলেট: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর বাসা থেকে একটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর টিলাগড়স্থ বাসার প্রধান ফটকের লাইট পোস্ট থেকে ককটেলটি উদ্ধার করা হয়। নাশকতার জন্য ককটেলটি রাখা হয়েছিল বলে আশঙ্কা প্রকাশ করেছেন শফিকুর রহমান চৌধুরী।
শাহপরাণ থানার ওসি সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে বাংলামেইলকে বলেন, ‘শফিকুর রহমান চৌধুরীর বাসার লাইট পোস্টের ভেতর থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে।’
শফিকুর রহমান চৌধুরীর একান্ত সহকারী কবিরুল ইসলাম বাংলামেইলকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাসার প্রহরী আবদুল হক প্রধান ফটকের লাইট জ্বালাতে যান। এ সময় লাইট না জ্বলায় তিনি লাইটটি পরীক্ষা করতে গিয়ে দেখতে পান লাইট ভাঙা ও ভেতরে লাল স্কচটেপ মোড়ানো একটি ককটেল রাখা। আবদুল হক বিষয়টি বাসার মালিক সাবেক সাংসদ শফিকুর রহমানকে অবগত করেন।
পরে লাইট পোস্টে ককটেল রাখার বিষয়টি শাহপরান থানা পুলিশকে অবগত করা হয়। পুলিশ এসে ককটেলটি উদ্ধার করে নিয়ে যায়।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বাংলামেইলকে বলেন, ‘নাশকতার উদ্দেশে সোমবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা হয়তো ককটেলটি লাইট পোস্টের ভেতরে রেখেছিল।’ এর আগেও দুর্বৃত্তরা তার বাসায় ককটেল ও পেট্রোল বোমা হামলা চালিয়েছিল বলে তিনি জানান।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১২ফেব্রুয়ারী ২০১৫।