নোয়াখালী সেনবাগ প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ পৌর ৩নং ওয়ার্ড জামায়াত সেক্রেটারি হাজী নজির আহাম্মদ (৫৫) কে তার বাড়ি থেকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাত ১১ টার সময় সেনবাগ থানার ওসির নেতৃত্বে পুলিশ, র্র্যাব, বিজিবির ৪০/৫০ জনের একটি যৌথ বাহিনী জামায়াত সেক্রেটারি হাজী নজির আহাম্মদের বাড়ী ঘেরাও করে, এরপর ওসি হাজী নজির আহাম্মদকে ডাকতে থাকে, ওসির ডাকে সাড়া দিয়ে হাজী নজির আহাম্মদ ঘর থেকে বের হলে তার সাথে কথা আছে বলে তাকে নিয়ে যায়।
নাম না বলার শর্তে পুলিশের এক এস আই জানান, কিছুক্ষণ সেনবাগ থানায় রাখার পর রাত ১২ টার দিকে অন্য থানায় নিয়ে যায়। তবে কোয়ায় নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, তা বলতে পারিনা।
এ দিকে তার পারিবারিক ভাবেও জানা যায় হাজী নজির আহাম্মদ কোথায় আছে তারা জানেনা। এই নিয়ে পারিবারিক লোকজনের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। তাদের আশংঙ্খা যৌথবাহিনী হাজী নজির আহাম্মদকে গুম বা হত্যা করার চেষ্টা করতে পারে।
উল্লেখ্য, হাজী নজির আহাম্মদকে আটকে সেনবাগ পৌরসভা জামায়াত ও শিবির যৌথ বিববৃতিতে তীব্র নিন্দা ও মুক্তি দাবি করেছে।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ৩০ জানুয়ারি ২০১৫।