নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাটে পণ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। ভাংচুর করছে অন্তত তিনটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি ট্রাক।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার সেবারহাট পশ্চিম বাজার এবং তিনপুকুরিয়া এলাকায় এসব ঘটনা ঘটে।
এছাড়া সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলা শহর মাইজদীর রশীদ কলোনী এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশা ভাংচুর করে অবরোধ সমর্থকরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনপুকুরিয়া এলাকায় একটি সিএনজি অটোরিকশা ভাংচুর করে অবরোধকারীরা। খবর পেয়ে সেবারহাট থেকে পুলিশ ঘটনাস্থলে যায়। এই সুযোগে সেবারহাট পশ্চিম বাজার এলাকায় একটি পণ্যবাহী ট্রাকে আগুন ধরিয়ে দেয় অবরোধ সমর্থকরা। একই সময়ে সেবারহাট বাজারের পশ্চিমে বক্স আলী মিয়াজী বাড়ির রাস্তার মাথায় একটি ট্রাক ও তিনটি সিএনজিচালিত অটোরিকশা ভাংচুরের ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে শটগানের গুলি ছুড়ে অবরোধ সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয় এবং স্থানীয়দের সহায়তায় ট্রাকের আগুন নিভিয়ে ফেলে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনপুকুরিয়া এলাকায় অটোরিকশা ভাংচুরের খবর পেয়ে পুলিশ সেখানে যেতেই অবরোধকারীরা সেবারহাট পশ্চিম বাজার এলাকায় একটি ট্রাকে আগুন দেয়।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড শটগানের গুলি ছোড়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
সেনবাগ প্রতিনিধি/দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৯ জানুয়ারি ২০১৫।