কুমিল্লা প্রতিনিধি | আপডেট: কুমিল্লার চৌদ্দগ্রামে পণ্যবাহী কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাতিসা রয়েল হোটেলে সামনে এ ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নাজির আহমদ তথ্যটি নিশ্চিত করেছেন। জাগোনিউজকে তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাতিসা রয়েল হোটেলের সামনে ঢাকাগামী ডায়মন্ড কার্গো সাভির্স পরিবহনের একটি কাভার্ডভ্যানে (ঝালুকাঠি-ট-১১-০০৯৮) দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গাড়িটির সামনের অংশ পুড়ে য়ায়। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি বলে তিনি জানান।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৯ জানুয়ারি ২০১৫।
Tags:
জেলা সংবাদ