মেধাবী ছাত্র তৌহিদুর রহমান টিটুর অকাল মৃত্যুতে ইবি শিবিরের শোক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র তৌহিদুর রহমান টিটুর মর্মান্তিক বাস দুর্ঘটনায় অকাল মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

এক যৌথ শোকবার্তায় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি মুহাম্মাদ আসাদুল্লাহ্‌ ও সেক্রেটারী হাফেজ মুহাম্মাদ আতিকুল্লাহ্‌ বলেন, "আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এক মর্মান্তিক বাস দূর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজীউন)। তার অকাল মৃত্যতে বিশ্ববিদ্যালয় হারালো এক মেধাবী মুখ, পরিবার হারালো বেঁচে থাকার অবলম্বন, সহপাঠীরা হারালো তাদের প্রিয় বন্ধুকে। তার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।

আমরা মরহুমের রুহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করছি এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”

Post a Comment

Previous Post Next Post