যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে: শিবির সভাপতি

যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বললেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবদুল জব্বার।

শুক্রবার রাজধানীর এক মিলনায়তনে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্বের পরামর্শ সভার সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিবির সভাপতি বলেন, অপশাসন আওয়ামী লীগের ঐতিহ্য। স্বাধীনতার পর ক্ষমতা গ্রহণ করে তারা জাতিকে গুম, খুন, দুর্নীতি, মতপ্রকাশের স্বাধীনতা হরণ, রক্ষীবাহিনীর নির্যাতন, ইসলাম বিদ্ধেষ ও দুর্ভিক্ষ ছাড়া আর কিছুই দিতে পারেনি।

‘এবারও অবৈধভাবে ক্ষমতায় আসার পর তার ব্যতিক্রম হয়নি, বরং অপশাসন নতুন মাত্রা পেয়েছে। রাষ্ট্রীয় শক্তি ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে গণহত্যা, গুম ও খুন করে হাজারো পরিবারে শোকের পাহাড় চাপিয়ে দিয়েছে’ যোগ করেন তিনি।

আবদুল জাব্বার বলেন, নিপীড়িত মানুষের আর্ত চিৎকারে বাংলার বাতাস ভারি হয়ে উঠছে। তবুও আদর্শহীনদের তাণ্ডব থামছে না। বরং অপশাসনের নিকৃষ্ট নজির স্থাপন করে চলেছে অবৈধ সরকার।
তিনি বলেন, ইতিহাস সাক্ষী জালিমদের পরিণতি শুভ হয়নি। অবৈধ সরকারের পরিণতিও শুভ হবেনা। দেশবাসী মুক্তির প্রহর গুনছে। অপশক্তির অপশাসনের প্রতিরোধে ছাত্রশিবিরের ভূমিকা দেশবাসীকে আশান্বিত করেছে।

শিবির সভাপতি বলেন, অপশক্তির কবল থেকে জাতিকে রক্ষা করতে ছাত্রশিবিরের প্রতিটি নেতাকর্মীকে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ করে জাতি বিভক্তির দেয়াল ভেঙ্গে দিতে হবে।

শাখা সভাপতি রেজাউল হক রিয়াজের সভাপতিত্বে এবং সেক্রেটারি এম শামিমের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক রাশেদুল হাসান রানা, স্কুল কার্যক্রম সম্পাদক মসরুর হোসাইন।

দৈনিক সেনবাগের কণ্ঠ/৩০ নভেম্বর ২০১৪

Post a Comment

Previous Post Next Post