আবারও ৩ শতাধিক যাত্রী নিয়ে পদ্মায় লঞ্চডুবি

(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জে পদ্মা নদীতে তিন শতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে।

আজ সোমবার সকাল ১১টার দিকে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের মাঝ পদ্মায় উত্তাল ঢেউয়ের তোড়ে পিনাক-৬ নামের লঞ্চটি ডুবে যায়।

তাৎক্ষণিক ভাবে হতাহতের কোনো তথ্য দিতে পারেনি প্রশাসন। তবে স্থানীয়ভাবে জানা গেছে, লঞ্চডুবির শিকার দুই নারীকে উদ্ধার করে ঘাটে আনার পর তারা মারা গেছেন। তাদের পরিচয় জানা যায়নি।

মাওয়া নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লঞ্চটি কাওড়াকান্দি থেকে যাত্রী নিয়ে মাওয়ার দিকে আসছিল। লঞ্চটিতে তিন শতাধিক যাত্রী ছিল। তাদের বেশির ভাগই ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন।

তিনি জানান, দুর্ঘটনার পরপরই আশপাশে থাকা লঞ্চ ও সি বোটের মাধ্যমে ডুবে যাওয়া লঞ্চের যাত্রীদের উদ্ধার করা হচ্ছে।

এদিকে লঞ্চডুবির খবর পেয়ে বেলা পৌনে ১টার দিকে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ঘটনাস্থলে গেছেন। তিনি জানান, দুটি উদ্ধারকারী জাহাজ রওয়া দিয়েছে। জাহাজ দু'টি এসে পৌছলেই ডুবে যাওয়া লঞ্চের উদ্ধার কার্যক্রম শুরু হবে।

এদিকে নৌবাহিনী সূত্রে জানা গেছে, নৌবাহিনীর ১২ সদস্যের একটি ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছেছে। অন্যদিকে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মাহমুদ জানান, লঞ্চডুবির ঘটনায় উদ্ধারকারী দলকে সহায়তা করতে সেখানে র‌্যাবের হেলিকপ্টার টহল শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক/০৪ আগস্ট ২০১৪

Post a Comment

Previous Post Next Post