ছাত্রলীগ নামধারী কিছু আগাছা ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ছাত্রলীগ নামধারী কিছু আগাছা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তোমরা এদেরকে প্রতিরোধ কর। এদের জন্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে না।’

রোববার বিকেলে রাজধানীর সোহরাওয়ারর্দী উদ্যানে ছাত্রলীগ আয়োজিত ছাত্রসমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কার সঙ্গে সংলাপ করব? ২১ আগস্টের হামলাকারীদের সঙ্গে? বঙ্গবন্ধুর খনীদের সঙ্গে সংলাপ করব?’

খালেদাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘১৫ আগস্টের জাতীয় শোক দিবসে আপনি কেক কাটেন। আমাদের কাটা ঘায়ে নুনের ছিটা দিতে আসেন। তাই আপনার সঙ্গে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক  থাকতে পারে না।’

মন্ত্রী বলেন, ‘আজ বাংলাদেশের রাজনীতির দুটি অধ্যায়। একটি অধ্যায়ে বঙ্গবন্ধু, আরেকটি অধ্যায়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার।’

তিনি বলেন, ‘দেখতে দেখতে ৩৯টি বছর পেরিয়ে গেছে। আগস্ট মাস এলেই আমাদের ভালোবাসার অশ্রু বৃষ্টিধারার মত গড়িয়ে পড়ে। এখনো বঙ্গবন্ধু বাংলার সব বহতা নদীর কল্লোল। এখনো তিনি দুর্যোগের অন্ধকারে বাঙালির বাতিঘর। বঙ্গবন্ধু আজ আমাদের শক্তি, সাহস, বীরত্বের প্রতীক, আত্মবিশ্বাসের প্রতীক। যতদিন এই বাংলায় পাখিরা গান গাইবে, যতদিন সমুদ্রের গর্জন থাকবে, মাঝি-মাল্লার ভাটিয়ালি গান, লালনের দোতারা বাজবে ততদিন বঙ্গবন্ধু বেঁচে থাকবেন। তার নাম মুছে ফেলার সাধ্য কারো নেই।’

ছাত্র সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার সঞ্চালনা করছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সংসদ সদস্য তারানা হালিম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণগোপাল দত্তসহ ছাত্রলীগের সাবেক নেতারা।

বাংলামেইল২৪ডটকম

Post a Comment

Previous Post Next Post