ইসলামী ছাত্র সংগঠন "ইসলামী ছাত্রশিবিরকে আমি আমার দৃষ্টিকোণ থেকে যে ভাবে ভাবি

ইসলামী ছাত্র সংগঠন "ইসলামী ছাত্রশিবিরকে আমি আমার দৃষ্টিকোণ থেকে যে ভাবে ভাবি।

লেখক- এম এ রায়হান

এই সংগঠন হলো একটি সুশোভিত, আলোকিত, ফুলের শক্ত ও মজবুত ঝাড়। যে ঝাড় কখনো ভাঙ্গবেনা, দুমড়ে মুচড়ে, পিষে পেলা যাবেনা। মোট কথা, যাকে কোনো দিন নিশ্চিহ্ন করে ফেলা যাবেনা। এ ঝাড়ে অজস্র ফুলকে সঠিক ভাবে রাখা হলে, এর শোভা বৃদ্ধি পাবে শতগুণ এবং তা হবে চির স্থায়ী। এর সুঘ্রাণে মোহিত হবে চারপাশ ও মনোমুগ্ধকর হবে পরিবেশ। এ ঝাড়ে ফুলকে ঠিক ভাবে রাখতে জানলে এ ফুল কখনো পঁচবেনা, দুর্গন্ধ ছড়াবেনা এবং কাঁটাও থাকবেনা। আর এ ঝাড়ের যে অপরূপ আলো তার আলোয় সকল আঁধার কেটে যে দ্যুতির বিচ্ছুরণ ছড়াবে, তা পূর্ণিমার উজ্জ্বল আলোকেও হার মানিয়ে যাবে। তাতে সকলেই বিমোহিত হবে। সে আলোর এমনই গুণ যে, নিজেকে আলোকিত করে, পরিবারকে আলোকিত করে, সমাজকে আলোকিত করে ও বিশ্বকে সকল আঁধার মুক্ত করে আলোয় উদ্ভাসিত করে। সেই ফুলের ঝাড়ের অজস্র অসংখ্য ফুলের মাঝখানে "ইসলামী ছাত্রশিবির" হলো তরতাজা ফুটন্ত এক রক্ত গোলাফ, যার সৌন্দর্য ও সুঘ্রাণ ইতিহাস হয়ে থাকবে চিরদিন চির অম্লান।

হে আল্লাহ আমাদের অসমাপ্ত কাজ গুলো যেন পূর্ণতায় রুপ দিতে পারি সেই সুস্থতা, যোগ্যতা ও আমল তুমি আমাদেরকে দান কর। হে আল্লাহ তোমার পছন্দনীয় পথে আমাদের সকলকে কবুল কর। আমিন।

উৎস: পেইজবুক

Post a Comment

Previous Post Next Post