নোয়াখালীতে গণপিটুনিতে ডাকাত নিহতের মামলায় আসামি ৬ হাজার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে তিন ডাকাত নিহত হওয়ার ঘটনায় রোববার পুলিশ বাদী হয়ে ছয় হাজার অজ্ঞাতনামা গ্রামবাসীর বিরুদ্ধে একটি ও ডাকাতদের বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা করেছে। এ ছাড়া, ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক অপর একটি মামলা দায়ের করেছেন। 

উল্লেখ্য, গত শুক্রবার রাত ৩টার দিকে ১১-১২ জনের একটি দল কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের একটি বাড়িতে ডাকাতি করে। পরে তারা পার্শ্ববর্তী ফিরিঙ্গা বাজারে ডাকাতি করতে গেলে ব্যবসায়ী ও স্থানীয় বোর্ড অফিস এলাকার লোকজন তাদের ধাওয়া করে ঘিরে ফেলে। একপর্যায়ে উত্তেজিত জনতা সাত ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে আজাদ ও অপর এক ডাকাত নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরো এক ডাকাত মারা যায় ।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ জানান, কবিরহাটে গণপিটুনিতে তিন ডাকাত নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে ডাকাতদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা এবং গণপিটুনির ঘটনায় ছয় হাজার অজ্ঞাতনামা গ্রামবাসীর বিরুদ্ধে আরেকটি মামলা করেছে।

নিজস্ব প্রতিবেদক/দৈনিক সেনবাগের কণ্ঠ/২৫ আগস্ট ২০১৪

Post a Comment

Previous Post Next Post