online newspaper দৈনিক সেনবাগের কণ্ঠ পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা

আসসালামুআলাইকুম,
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ  online newspaper দৈনিক সেনবাগের কণ্ঠ পরিবার। আজ এক শুভেচ্ছা বার্তার মাধ্যমে online newspaper দৈনিক সেনবাগের কণ্ঠ পরিবারের এডমিন এই শুভেচ্ছা জানান।

online newspaper দৈনিক সেনবাগের কণ্ঠেরর মূল এডমিন বলেন, আগামীদিন  আমাদের মাঝে ফিরে আসছে পবিত্র ঈদুল ফিতরের ঈদ। এক মাসের পবিত্র রোজা পালনের পর খুশির বার্তা নিয়ে আসে ঈদ । ঈদ উদযাপনের মধ্য দিয়ে মানুষ অতীতের সকল দু:খ কষ্ট ও গ্লানি কাটিয়ে সুন্দর কে গ্রহন করার পায় সুবর্ণ সুযোগ । ধনী-গরীব বিভেদ ভুলে পবিত্র ঈদকে সুখময় করে তোলাই হোক আমাদের প্রত্যয়।

যার যার অবস্থান থেকে সাধ্যমত সবার পাশে সবাই দাঁড়ালেই কেবল এ ঈদ আনন্দের পূর্ণতা পাবে। ঈদের আনন্দকে ঐক্যের সুদৃঢ় বন্ধনে পরিণত করে মুসলীম উম্মাহ সামনের দিকে এগিয়ে যাবে এটাই আমাদের কামনা।

দেশবাসীকে online newspaper দৈনিক সেনবাগের কণ্ঠ পরিবারের পক্ষ থেকে আন্তরিক ঈদ শুভেচ্ছা জানাচ্ছি।

এডমিন/দৈনিক সেনবাগের কণ্ঠ/২৮ দজুলাই ২০১

Post a Comment

Previous Post Next Post