সোনাইমুড়ী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের নান্দিয়াপাড়া চৌরাস্তা এলাকা থেকে যুবলীগ কর্মী আনোয়ার হোসেন (২০) কে গুলির তাজা কার্তুজ ও চাপাতীসহ আটক করেছে জনতা।
মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। ঘটনায় সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ৯ নং দেওটি ইউ’পির দেওটি হাজী বাড়ীর জাফর আহম্মদের ছেলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী অস্ত্র ও চাঁদাবাজ রায়হান সশস্ত্র অবস্থায় নান্দিয়া পাড়া চৌরাস্তা আনোয়ার ও রূবেলসহ মোটরসাইকেল নিয়ে অবস্থান করছিল। নবগ্রামের হানিফ মিয়ার ছেলে বাবুর সাথে পাশ্ববর্তী গ্রামের জাফর আহম্মদের ছেলে সন্ত্রাসী রায়হানে সাথে পূর্বের শত্রুতার জের ধরে মঙ্গলবার রাত ৯ টায় বাবুর ব্যবসা প্রতিষ্ঠানের হামলার পরিকল্পনা করছিলেন। এক পর্যায়ে এলাকার লোকজন টের পেয়ে মূলহুতা রায়হানসহ ৩ জনকে স্থানীয় জনতা আটক করে গন ধোলাই দেয়।
সোনাইমুড়ী থানার পুলিশকে খবর দিলে পুলিশ আশার পূর্বেই সন্ত্রাসী রায়হান ও আনন্দপুর গ্রামের রূবেল পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দেওটির হাজী বাড়ি মৃত আজিজ উল্যার ছেলে যুবলীগ কর্মী আনোয়ার হোসেনকে আটক করলেও একাধিক অস্ত্র মামলার আসামী মূলহুতা রায়হান পলাতক রয়েছে। আনোয়ারের কাছ থেকে ২টি গুলির তাজা কার্তুজ ১টি চাপাতী উদ্ধার করা হয়।
সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদ আনোয়ারকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চত করে জানান,রায়হান তালিকা ভুক্ত সন্ত্রাসী তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
সেনবাগ প্রতিনিধি/এমএআর/১২জুলাই ১৪