সেনবাগ : আলহামদুলিল্লাহ, দীর্ঘ এক মাস কারা ভোগের পর জালিমের কারাগার থেকে আজ বিকেলে জামিনে মুক্তি ফেলেন ছাত্র শিবিরের নোয়াখালী জেলা উত্তরের সাবেক সাহিত্য সম্পাদক, সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের জামায়াত সেক্রেটারি ইসলামী আন্দোলনের বীর সেনা জামায়াত নেতা দ্বীন মোহাম্মদ সহ তিন জামায়াত কর্মী।
সেনবাগের স্থানীয় এক মিলনায়তনে ৪নং কাদরা ইউনিয়ন জামায়াত সভাপতির পরিচালনায় আজ রাত ৮ ঘটিকার সময় দেড়শত নেতা কর্মীর উপস্থিতিতে সংবর্ধনার আয়োজন করা হয়।
সেনবাগ উপজেলার ভাইস্ চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক, সেনবাগ থানা জামায়াত সেক্রেটারি মাওলানা নুরুল আফছার, পৌরসভার জামায়াতের আমীর মাওলানা মোঃ হানিফ সাহেব সহ তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর শিবির নেতা সোহেল, শিবির নোয়াখালী জেলা উত্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম, সেনবাগ সদর শিবির সভাপতি কামাল হোসেন, জামায়াত নেতা আলাউদ্দিন, মাঈন উদ্দিন, কমিশনার ফজলুল হক সহ জামায়াত শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রাহমান নিজামীর রায়কে কেন্দ্র করে গত ২৪শে জুন ২০১৪ ইং রাতে সম্পূর্ণ অন্যায় ভাবে আওয়ামী পুলিশ বাহিনী তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারের পর কোর্টে নেয়ার পরিবর্তে থানায় রেখে চোখ বেঁধে মাথায়, কোমরে, শারিরীক নির্যাতন করা হয়।
সেনবাগ প্রতিনিধি/ এমএআর/২৭ জুলাই ২০১৪