নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের স্কুল ছাত্রী জান্নাতুল নাঈম (১৬) অপহরনের ঘটনার সঙ্গে জড়িত তিন অপহরণ কারীকে গতকাল সোমবার বিকেলে নোয়াখালীর বিচারিক আদালতে হাজিরা দিতে গেলে বিচারক আসলাম হোসেন সাহাব উল্লাহ (৪৫),আবু বক্কর (৩৮) ও রুবেল (২২) জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
আদলত সূত্রে জানা যায় ,গত ৩১ মার্চ সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের প্রবাসী মো. হানিফের মেয়ে ও স্থানীয় ইয়ারপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী জান্নাতুল নাঈম নিজ বাড়ি থেকে একই ইউনিয়নের মহিদীপুর গ্রামে নানার বাড়ি যাওয়ার সময় পথিমধ্যে একই এলাকার রফিক উল্লার ছেলে বখাটে গোলাম কিবরিয়ার নেতৃত্বে ৫-৬ জনের একদল দুর্বৃত্ত স্কুল ছাত্রী জান্নাতুল নাঈমকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
এরপর তার পিতা মোহাম্মদ হানিফ ১এপ্রিল সেনবাগ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এর আগে ছাত্রীর অভিভাবকরা সেনবাগ থানায় মামলা দায়ের করতে চাইলে পুলিশ মামলা গ্রহণ করেনি। নিরূপায় হয়ে স্কুল ছাত্রীর মাতা মর্জিনা আক্তার বাদী হয়ে ৩০ এপ্রিল ১০জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা আরো ৪/৫জনকে আসামী করে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাইদ আহমেদ এর আদালতে একটি অপহরণ মামলা দায়ের করেন মামলা নং ৪২৬/১৪। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে উক্ত ভিকটিমকে উদ্ধার করার জন্য সেনবাগ থানা অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্দেশ প্রদান করেন।
এ দিকে আদালতের নির্দেশের তিনমাস পার হলেও এখন পর্যন্ত পুলিশ অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারে নি । এ ব্যাপারে মর্জিনা আক্তার জানান,মেয়ের কোনো সন্ধান করতে না পারায় তিনিসহ পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েছেন।
এম/এ/আর/সেনবাগ প্রতিনিধি