বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেগমগঞ্জ পশ্চিম সাথী শাখার কর্মী সমাবেশে বক্তব্য রাখছেন জেলা সভাপতি মু. মায়াজ।
উক্ত সমাবেশে বেগমগঞ্জ পশ্চিমের ১ও৪নং ইউনিয়ন কে নিয়ে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার কে কেন্দ্র করে নতুন থানা শাখা ঘোষনা করা হয়েছে ।
নতুন থানা শাখার সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মু. বুরহান উদ্দিন সেক্রেটারী ইয়াসিন আরাফাত ।
Tags:
নিউজ শিবির