সংসদ লবিতে চিফ হুইপকে লাঞ্ছিত করলেন বাহাউদ্দিন নাছিম

জাতীয় সংসদের লবিতে চিফ হুইপ আ স ম ফিরোজকে লাঞ্ছিত করলেন সরকার দলীয় সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম। গত সোমবার সংসদের অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। তার অভিযোগ, সংসদের ১ নম্বর ব্লকে তার অফিসটিতে তালা মেরে দিয়েছেন চিফ হুইপ। একইদিনে একটি দৈনিক পত্রিকায় চিফ হুইপের ৮টি অফিস ও বাসা দখলের বিষয়টি প্রকাশিত হয়। নিজে ৮টি বাসা ও অফিস দখলে রাখার পরেও তার একটি মাত্র অফিসে কেনো তালা দেয়া হয়েছে এই বলে চিফ হুইপের গায়ে হাত তোলেন নাছিম। পরে উপস্থিত অন্য সংসদ সদস্যরা এসে তাকে থামান।

এদিকে, চিফ হুইপ আ স ম ফিরোজ তালা দেয়ার অভিযোগ অস্বীকার করে একটি অনলাইন পোর্টালকে জানান, নাছিম যে আচরণ করেছেন তা অবুঝের মতো করেছেন। তিনি শুধু সংসদ সদস্যই নন, একজন দলীয় নেতাও। তার এরকম শিশুসুলভ আচরণ করা ঠিক হয়নি।

তিনি বলেন, অফিসে চাবি বুঝিয়ে দেয়ার পরে এটা তার (নাছিম) এবং তার কর্মচারীদের বিষয়। এখানে আমার তালা দেয়ার প্রশ্নই ওঠে না। তার মতো একজন নেতার এমন আচরণ দুঃখজনক।

প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে অভিযোগ করবেন কি না জানতে চাইলে চিফ হুইপ বলেন, তিনি শিশুসুলভ আচরণ করতে পারেন, আমি মন্ত্রী পর্যাদার একজন ব্যক্তি হিসেবে তা করতে পারি না।

উৎসঃ   বাংলাদেশ প্রতিদিন

এম/এ/আর/সেনবাগ

Post a Comment

Previous Post Next Post