নিজামীর রায়কে কেন্দ্র করে অস্বস্তিতে জামায়াত

জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর রায়কে কেন্দ্র করে অস্বস্তিতে পড়েছে জামায়াত।

নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার রায় মঙ্গলবার ঘোষণা করা হবে।

বিচারপতি এম ইনায়েতুর রহীমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ দিন ধার্য করেন।

বিগত সময়ে জামায়াত নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলার রায়ের আগে পড়ে এবং রায়ের দিন হরতাল, বিক্ষোভসহ নানা কর্মসূচি ঘোষণা করে।

কিন্তু ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের পর জামায়াত হরতালের মতো কর্মসূচি থেকে পিছিয়ে যায়। নিজামীর রায়কে কেন্দ্র করে হরতাল দেবে কি না এই নিয়ে কেন্দ্রীয় নেতারা দিধাদ্বন্দে রয়েছেন।

জামায়াতের অন্যতম শরিক বিএনপি ঈদের আগে কোনো কর্মসূচি দিতে চাচ্ছে না।

রবিবার জয়পুরহাটে জনসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঈদের পর সরকার বিরোধী কঠোর আন্দোলনের ঘোষণা দেন।

উৎসঃ অনলাইন বাংলা

Post a Comment

Previous Post Next Post