অসাংবিধানিক শাসন যে কোনো দিকে মোড় নিতে পারে- বান কি মুন

একটা বিষয় লক্ষনীয়- আমেরিকার মনোভাব বুঝতে তোফোয়েল গেলো আর হামিদ গেলো জাতিসংঘে! দু’জনে ধাক্কা খেয়ে আসছে। তোফায়েল আমেরিকা থেকে ঘুর এসে বলছে, বিএনপি থাইল্যান্ড বানাতে চায়! অন্যদিকে, বান কি মুন হামিদকে বলেছে, সংলাপে বসে রাজনৈতিক সংকট মিটাতে। কিন্তু আওয়ামী গোয়েবলসরা প্রচার শুরু করলো, হামিদ দাবী বাংলাদেশ স্থিতিশীল! এভাবে হাসিনার মিথ্যা প্রচারের প্রোপগান্ডা মেশিন অতীতে রেশমা নাটক, রামু, সাতক্ষীরা, ৫ জানুয়ারী, নারায়নগঞ্জ, লক্ষীপুর, সাতছড়ি, কালশি সকল ক্ষেত্রেই ওরা সত্য আড়াল করে মিথ্যা প্রচার করেছে!! যদিও দু’দিন পরে সব মিডিয়া প্রকাশ করছে বান কি মুনের সত্যিকার অবস্থান- “সংলাপ করুন!”

হাসিনার সরকারের প্রতি জনগনের ম্যান্ডেট নাই, নাই প্রভাবশালী দেশ ও জাতিসংঘের সমর্থন। এ অবস্থায় বিবিসি সংলাপে উঠে এসেছে- অসাংবিধানিক শাসন যে কোনো দিকে মোড় নিতে পারে।

তবে তোফায়েল-হামিদের ব্যর্থ মিশন দেখে মনে পড়ে গেলো মইন-ফখরের কথা। ক্ষমতা লম্বা করার জন্য ২০০৮ মইন-ফখর-হোসেন জিল্লুররাও একযোগে আমেরিকায় যায় এজাজত আনতে, কিন্তু ফেল মেরে শেষে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। এবারও কি হাসিনার দশা ওই দিকেই যাচ্ছে?

Post a Comment

Previous Post Next Post