এক মুঠো ভাতের আর্জি নূর হোসেনের

সাত খুন মামলার আসামি নূর হোসেন গত শনিবার থেকে বিলাস বহুল জীবন-যাপন ছেড়ে সাধারণ কয়েদির জীবনযাত্রা শুরু করেছেন। এ অবস্থায় বদলে গেছে তার জীবনে সমস্ত রঙ, চাওয়া-পাওয়া। কিন্তু নিজের দেশের বাসা হোক বা প্রতিবেশী দেশের গারদ, বাঁচার জন্য খাদ্য অপরিহার্য। সকল বাংলাদেশির মতো নূর হোসেনেরও পছন্দের ও প্রথম সারির খাবারের মধ্যে পড়ে ভাত।

ভারতের কারাগারে নূরকে সকালে চা, বিস্কুট অথবা রুটি, দুপুরে ভাত-সব্জি ও রাতে রুটি-সব্জি দেওয়া হয়। ফলে তিনি থানার কাছে আর্জি জানিয়েছেন তাকে রাতে রুটির বদলে একমুঠো ভাত দেওয়া হয়।

এ অবস্থায় প্রতি মুহূর্তে পুলিশের প্রশ্নের বাণে বিদ্ধ হলেও বাঁচার জন্য একটু পছন্দের খাবার পাচ্ছেন না নূর হোসেন। অন্যদিকে খাওয়া দাওয়া ঠিক মতো না হলেও দফায় দফায় চলছে জেরা।

তার খাওয়ার একটু অন্য রকম করার চিন্তা ভাবনা করা হচ্ছে কিনা এই বিষয়ে তদন্তকারী অফিসার অনীশ সরকারের কাছে জানতে চাইলে তিনি সাংবদিকদের জানান কারাগারে সব আসামি সমান। কেউ যদি অন্য রকম জীবন-যাপন করে এখানে আসে তাহলেও একজনের জন্য নিয়ম বদলাবে না। তবে নূর হোসেনকে রুটির বদলে ভাত দেওয়া যেতে পারে কিনা সে বিষয়ে ভেবে দেখা হবে।

উৎসঃ বিডিটুডে

Post a Comment

Previous Post Next Post