২৫ শে জানুয়ারি ২০১৭ নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার পেশকার হাট রাস্তার মাথা হাজার হাজার জনতার উপস্থিতি তাফসির মাহফিলে " ওহুদের যুদ্ধ থেক আমাদের শিক্ষা বিষয়ের উপর আলোচনা করতে গিয়ে সুরা আলে ইমরানের ১৩৮ নং ও ১৪২ নং আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে মাওলানা ফখরউদ্দিন আহম্মেদ সাহেব বলেন, যুগে যুগে আল্লাহর পথে নবীগন রক্ত দিয়েছেন ওহুদের যুদ্ধ তার প্রমান।
ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের রক্ত যে জমিনে পড়ে সে জমিন ও আল্লাহর জন্য কবুল হয়ে যায়। কুরবানী ছাড়া কোন মতবাদ জমিনে টিকে থাকেনা, ওহুদ যুদ্ধ আমাদেরকে সেই শিক্ষা দেয়।
Tags:
ইসালামী ডেস্ক