জামায়াত নেতা মাসুদ ফের আটক:জামায়াতের নিন্দা ||

হাইকোট থেকে ‘নো এরেষ্ট এন্ড নো হ্যারেজ’ নির্দেশনা থাকা সত্বেও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারি সেক্রেটারি ড.মু. শফিকুল ইসলাম মাসুদকে কারা ফটক থেকে আবারও গ্রেফতার করা হয়েছে। এই অন্যায়ভাবে গ্রেপ্তারে বাংলাদেশ জামায়াত তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।

আজ রোববার রাত ৮.১০ ঢাকা কেন্দ্রীয় কারাগর থেকে ড. মাসুদ ১৯ মাস মুক্তি লাভ করলে সাদা পোষাকধারী ডিবি পুলিশ তাকে টেনে-হিচরে কালো রংয়ের নম্বরবিহীত মাইক্রোবাসে তুলে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

বিচারাধীন সব মামলায় জামিন পেয়ে এবং হাইকোর্টের কোন ধরনের হয়রানি না করার আদেশের পর আজ (রোববার) রাত সোয়া আটটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান মাসুদ।

এ সময় মাসুদের সাথে ছিলেন তার তিন আইনজীবী অ্যাডভোকেট রোকন রেজা, অ্যাডভোকেট নুরুজ্জামান ও অ্যাডভোকেট আশ্রাফুজ্জামান। তবে আইনজীবীদের কাউকে আটক করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, মাসুদকে আটকের সময় তার সমর্থকদের সাথে আটককারীদের ধস্তাধস্তি হয়। তবে, কারা মাসুদকে আটক করেছে এ বিষয়ে এখনও পরিস্কার করে কিছু জানা যায়নি।

Post a Comment

Previous Post Next Post