সৌদি আরবের মিনায় হজ পালন করতে গিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলার দুই হাজীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন হাজী নিখোঁজ রয়েছেন। নিহতদের আত্মীয় স্বজনরা হাসপাতালে মৃতদেহ গুলো শনাক্ত করেন।
নিহতরা হচ্ছেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী নূরজাহান বেগম (৬৮), সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হীরাপুর গ্রামের ভক্ত বাড়ীর মৃত আনছার আলী ছেলে মোহাম্মদ উল্ল্যা (৬৫)। নিখোঁজ রয়েছেন মোহাম্মদ উল্ল্যার স্ত্রী নূরজাহান বেগম (৫৫)।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর ঢাকা পুরানা পল্টন লাইমস্টোন ট্রাভেলস এর মাধ্যমে হজ পালন করতে সৌদি আরব যান সোনাইমুড়ীর মোহাম্মদ উল্ল্যা ও তার স্ত্রী নূরজাহান বেগম। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে দুই জন নিখোঁজ হন। কয়েক দিন বিভিন্ন হাসপাতালে খোজাখুঁজির পর রোববার তাদের আত্মীয়-স্বজনরা মাসুমা হাসপাতালে গিয়ে মোহাম্মদ উল্যার মৃতদেহ শনাক্ত করে। কিন্তু স্বজনরা তার স্ত্রী নুর জাহান বেগমের খোঁজ এখনো পাননি।
নিহতের জামাতা হারুনুর রশিদ জানান, বাংলাদেশ এজেন্সী গুলো ও সৌদি দূতাবাস এবং স্থানীয় প্রশাসন কোন ভাবেই তার শাশুড়ীর সন্ধানে সহায়তা করছে না। তিনি তার শাশুড়ীর জীবিত বা মৃত উদ্ধার করে পরিবারের কাছে স্থানান্তর করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবী জানান।
www.facebook.com/Voiceofsenbag