সেনবাগে টুং-টাং শব্দে মুখরিত কামার পল্লী ||

সেনবাগ: টুং-টাং শব্দে মুখরিত এখন পুরো উপজেলার কামার পল্লী। কামার পরিবার গুলো কামারশালায় এখন ব্যাস্ত সময়ের মধ্যে দিয়ে দিন কাটছে। দিন যতই যাচ্ছে ব্যাস্ত বাড়ছে। আর অল্প কিছু দিন পরই পবিত্র ঈদুল আযহা। সারা বছর তেমন কাজ না অলস সময় কটালেও কোরবানীর ঈদকে সামনে রেখে দম ফেলানোর ফুসরত থাকছে না তাদের। বছরের এ সময় দিনরাত কোরবানীর পশুর জবাই ও কাটার বিভিন্ন সামগ্রী তৈরি ও সান দিতেই দেখা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের বিখ্যাত কামার পল্লী সেনবাগ পূর্ব বাজার, ফকিরহাট, কানকিরহাট, গাজিরহাট, ছিলোনিয়, সেবারহাট, ছমিরমুন্সী, কুতুবেরহাট, নতুন বাজার, ছাতারপাইয়া, বসস্তনপুর, মিয়ারহাটসহ প্রায় প্রতিটি কামার শালায় কার্মকাররা বিরতিহীন ভাবে কাজ করছেন।

এছাড়াও গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কামারদের কাজের কমতি নেই। ঈদ উপলক্ষ্যে মুসলমানরা কোরবানীর পশু জবাইয়ের জন্য দামা, দা, বটিসহ প্রয়োজনীয় সামগ্রী লোনা পানিতে সান দেওয়া এবং নতুন কিছু কেনা নিয়ে ব্যস্ত। সে লক্ষে কামাররা ও কোরবানীর ঈদ আসলে সারা বছরের পুরো অর্থ পুষিয়ে নেন।

সেনবাগ উপজেলা ডমুরুয়া ইউনিয়নের ফকিরহাট বাজারের কামারশালার হারুন কর্মকার (৫০) জানান, তিনি দীর্ঘ ৩৫ বছর তিনি এ কাজ করে তার জীবিকা নির্বাহ করছেন। তার পরিবারের সদস্যরাও উক্ত কাজ করে জীবিকা নির্বাহ করেন।

Post a Comment

Previous Post Next Post