ব্যারিস্টার মওদুদ আহমদের ছেলে আমানের ইন্তেকাল ||

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের একমাত্র ছেলে আমান মওদুদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের ছেলের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় সিঙ্গাপুর নেওয়ার পথে এয়ার অ্যাম্বুলেন্সের মধ্যেই মারা যান আমান মওদুদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।

ব্যারিস্টার মওদুদ আহমদের পিএস মমিনুল ইসলাম সুজনের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন আমান মওদুদ। পরের দিন রোববার (১৩ সেপ্টেম্বর) হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়ায় সমস্যা দেখা দেয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতেই আমানকে সিঙ্গাপুর নেওয়ার ব্যবস্থা করে পরিবার।

ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে রওনা দেওয়ার কয়েক ঘণ্টা পর অবতরণ করার আগেই মারা যান আমান। বর্তমানে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাখা হয়েছে আমান মওদুদের মরদেহ।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরের ফ্লাইট ধরতে পারলে মঙ্গলবারই দেশে আনা হবে আমানের মরদেহ।

Post a Comment

Previous Post Next Post