সেনবাগে ৪নং ইউনিয়ন তাহিরপুর মাদ্রাসায় কৃতি ছাত্রদের সংবর্ধনা ||

সেনবাগ: নোয়াখালীর সেনবাগে ৪নং কাদরা ইউনিয়নের তাহিরপুর তামীরুল উম্মাত ইসলামীয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে চলতি বছরের দাখিল পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সহ সরকারী বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ডাঃ আবদুল হাই এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীন কুমিল্লা সভাপতি ও পীর সাহেব মৌকারা দরবার শাহ মোহাম্মদ নেছার উদ্দিন ওয়ালী উল্লাহী।
উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন, জমিয়াতুল মোদারেছীন নোয়াখালী সভাপতি হাফেজ মাওলানা অহিদুল হক ও সাধারন সম্পাদক মাওলানা রুহুল আমিন চৌধুরী, জমিয়াতুল মোদারেছীন সেনবাগ উপজেলা শাখার সভাপতি মাওলানা আমীরুজ্জামান, দরবেশ হাট আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলনা আবুল কালাম আজাদ, এনায়েতপুর রহমতিয়া আলিম মাদরাসা অধ্যক্ষ হাফেজ ছায়দুল হক, কাদরা হামেদিয়া দাখিল মাদ্রাসার সুপার ইমাম উদ্দিন সাইদ সহসুপার মাওলানা মোঃ হানিফ, মাদ্রাসার অভিবাবক সদস্য আলী আক্কাস মেম্বার দ্বীন মোহাম্মদ, সাইফুল ইলাম পাটোয়ারীর প্রমুখ।

দৈনিক সেনবাগে কণ্ঠ/ ১২ আগষ্ট ২০১৫।

Post a Comment

Previous Post Next Post