জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জালেম আওয়ামী লীগ সরকার আর কিছু দিনের মধ্যেই বিদায় নেবে।
শনিবার বিকেলে কুমিল্লার টাউনহল ময়দানে স্থানীয় ২০দল আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
বর্তমান সরকারকে জালেম আখ্যা দিয়ে অধ্যাপক মুজিব বলেন, আওয়ামী লীগ হলো সর্বকালের শ্রেষ্ট জালেম সরকার। অতীতের সব জালিম শাসকরা ধ্বংস হয়ে গেছে, টিকে আছে মজলুমরা। আওয়ামী লীগ আর কিছু দিনের মধ্যে বিদায় নেবে।
সরকারকে আগুন নিয়ে না খেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ছাত্রশিবিরের তিনজন সাবেক কেন্দ্রীয় সভাপতিকে গ্রেপ্তার করে রিমান্ডের নামে অমানবিক নির্যাতন করে পঙ্গু করে দেয়া হয়েছে।
জামায়াতের এই নায়েবে আমির বলেন, আওয়ামী লীগ সংবিধান থেকে আল্লাহ ওপর আস্থা ও বিশ্বাস মুছে ফেলেছে। তারাও একদিন মুছে যাবে।
অবিলম্বে কেয়ারটেকার সরকারে হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষকে মুক্তি দিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
অধ্যাপক মুজিব বলেন, মানবতাবিরোধী বিচারের জন্য যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে তা আন্তর্জাতিক নয়। কারণ, সেখানে বিদেশি কোনো আইনজীবী নিয়োগের সুযোগ পর্যন্ত নেই।
কুমিল্লা প্রতিনিধি/দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৯ নভেম্বর,২০১৪