সেনবাগে ছাত্রলীগ সভাপতির উপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও ভাংচুর

নোয়াখালী সেনবাগ উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বাবুর উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সাড়ে ১১টায় সেনবাগ রাস্তার মাথায় (ফেনী- চৌমুহনী) মহাসড়ক ও সেনবাগ গাজীরহাট সড়ক অবরোধ করে এবং বেশকিছু গাড়ী ভাংচুর করে বাবুর পক্ষের নেতা কর্মীরা। এতে করে ঐ সকল রোডের যাত্রীরা যাতায়াতে হয়রানির শিকার হয়।

প্রায় ৪৫ মিনিট অবরোধ চলাকালে তাদেরকে মোবাইল ফোনে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম আগামী বৃহস্পতিবার বসে এ বিষয় সমাধান করার আশাস্ত করলে এবং সেনবাগ থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মমিনুল ইসলাম ঘটনার স্থলে এসে পরিস্থিতি শান্ত করেন বলে জানান উপজেলা ছাত্রলীগ সংগঠনিক সম্পাদক আজিজুল হক রাজু, দপ্তর সম্পাদক রাকিব হায়দার, শিক্ষা-বিষয়ক সম্পাদক ইফতেখারু জামান মিঠু।

উল্ল্যেখ্য গত শনিবার সেনবাগ সরকারী ডিগ্রী কলেজে আধিপত্ত বিস্তার ও নতুন কমিটিতে স্থান পাওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের (মামুন গ্রুপ ও বাবু গ্রুপের) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর ১ টায় কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।

ঘটনার একপর্যায়ে ঘটনাস্থলে ছাত্রলীগ সভাপতি পৌঁছলে উত্তোজিত প্রতি পক্ষের ছাত্রলীগ নেতা কর্মীরা তার উপর চড়াও হয়ে তাকে কুপিয়ে জখম করে। আহত ছাত্রলীগ সভাপতিকে প্রথমে সেনবাগ সরকারি হাসপাতালে পরে তাকে চৌমুহনী হেলেথ কেয়ার ক্লিনিক এবং তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার বিকেলে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ট্রমা সেন্টারে ভর্তি করা হয়।

সেনবাগ প্রতিনিধি/এমএএইচআর/০৩ সেপ্টেম্বর ২০১৪

Post a Comment

Previous Post Next Post