ঢাকা: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের হামলা ও গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। রোববার সকাল সাড়ে ৯টায় বাড্ডা এলাকায় বিক্ষোভ করে দলটি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদে শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের সামনে থেকে কয়েকশত জামায়াত ও শিবির নেতা-কর্মী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে বাড্ডায় গিয়ে শেষ হয়।
পরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত হামলার বিভৎস চিত্রসম্বলিত একটি ব্যানার প্রদর্শিত হয় সেখানে।
এসময় জামায়াতের কর্মপরিষদ ও কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি সেলিম উদ্দিন, রেজাউল করিম, ঢাকা মহানগর উত্তর শিবিরের সভাপতি এম ফয়সাল পারফেজসহ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের হামলা ও গণহত্যার প্রতিবাদে রোববার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে জামায়াতে ইসলামী। শনিবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান।
নিজস্ব সংবাদাতা/১৩ জুলাই ২০১৪