সেনবাগ : নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্দ্যোগে গাজীরহাট হাই স্কুলে ইফতার পাটির আয়োজন করে।
ইউনিয়ন যুবদল সেক্রেটারি সাইফুল ইসলামের পরিচালনায়, ইউনিয়ন সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উক্ত ইফতার পাটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবুল কালাম আযাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগের ৫বারের নির্বাচিত সংসদ সদস্য জনাব জয়নাল আবদিন ফারুক সাহেবের বাতিজা যুক্ত রাষ্ট্র বিএনপির সেক্রেটারি জনাব জাহাঙ্গীর শহীদ সরওয়ার্দী, বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জনাব ইউসুফ মজুমদার, ৪নং কাদরা ইউনিয়নের চেয়ারম্যান জনাব, আবু বক্কর ছিদ্দিক, সেনবাগ উপজেলা যুবদলের সভাপতি মির্জা মোস্তফা।
এছাড়াও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন ওয়ার্ডের অনেক নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
বিএনপির নেতৃবৃন্দ সরকার উৎখাতে সব জাতীয়তাবাদী শক্তিতে ইস্পাত কঠিন ঐক্য গড়তে হবে বলে মন্তব্য করেছেন। তারা বলেন, প্রতারণার মাধ্যমে যারা ক্ষমতায় এসেছে তারা মুখে গণতন্ত্রের কথা বললেও কখনই তারা গণতন্ত্র বিশ্বাস করে না। সরকার শুধু ধর্মীয় চেতনা ও গণতন্ত্র ধ্বংস করেই ক্ষান্ত হয়নি, রাষ্ট্রের ব্যাংকগুলোও লুঠপাট করে শেষ করে দিয়েছে।
নেতৃবৃন্দ আরো বলেন, কোনো মানুষেরই আজ শান্তি নেই। যারাই এ সরকারের লুঠপাটের বিরুদ্ধে কথা বলেছে তারাই নির্যাতন, হয়রানির শিকার হয়েছে। জনগণের ভোটের অধিকার, গণতন্ত্র ফিরিয়ে আনতেই সকলকে ঐক্যের আহ্বান জানান তারা।
উক্ত ইফতার পাটিতে সকল পেশার মানুষ ও শুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
সেনবাগ প্রতিনিধি/এমএআর/২৩ জুলাই ২০১৪