২২ই রমজান রোজ সোমবার ছাত্রশিবির হাতিয়া দ্বীপ সরকারী কলেজ শাখার উদ্দ্যোগে মেধাবী ছাত্র ও শুধীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে। শিবির কলেজ সভাপতি মোঃমনিরুল ইসলামের পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান মেহমানের আলোচনা পেশ করেন শিবির হাতিয়া সাথী শাখা সভাপতি মোহাম্মদ ইউনুছ, বিশেষ মেহমানের আলোচনা পেশ করেন সাবেক কলেজ সভাপতি বর্তমান শিবির হাতিয়া উপজেলা উত্তর সভাপতি মোঃ রাজিব উদ্দিন, এছাড়াও পৌর জামায়াত নেতা একরাম হোসাইন সহ অনেকে আলোচনা পেশ করেন। উক্ত ইফতার মাহফিলে অসংখ্য মেধাবী ছাত্র ও শুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
নোয়াখালী সংবাদাতা/দৈনিক সেনবাগের কণ্ঠ/২১ জুলাই ২০১৪
Tags:
নিউজ শিবির