ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিরীহ মুসলমানদের ওপর ইহুদিবাদি অবৈধ ইসরাইলের নির্মম হামলা ও গণহত্যার প্রতিবাদে গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।
রাজধানী : দোলাইপাড়ে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির। বিক্ষোভ পরবর্তী সমাবেশে শিবির নেতৃবৃন্দ বলেন, সম্রাজ্যবাদী অপশক্তির সহযোগিতায় অবৈধভাবে ইসরাইল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের ওপর বর্বর গণহত্যা চালিয়ে আসছে। কিন্তু দুঃখজনকভাবে জাতিসঙ্ঘসহ বিভিন্ন দেশ ও সংস্থা এ বর্বরতা বন্ধে কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো খুনি ইসরাইলকে সমর্থন দিয়ে যাচ্ছে, যা ইসরাইলের বর্বরতাকে আরও উসকে দিয়েছে। তারই ধারাবাহিকতায় গত কয়েক দিনে গাজায় অবৈধ ইসরাইলের কাপুরুষোচিত হামলায় নারী, শিশুসহ শতাধিক মুসলমান নিহত হয়েছেন। আহত হয়েছেন হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি। এখনো এমন বর্বর হামলা অব্যাহত রয়েছে। কিন্তু লজ্জাজনকভাবে অসহায় ফিলিস্তিনিদের রক্ষা করতে বিশ্ববাসী এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা বন্ধে জাতিসঙ্ঘ,ওআইসি এবং আরব লিগকে কার্যকর উদ্যোগ নিতে আহ্বান জানাচ্ছি। একই সাথে সব মানবাধিকার সংস্থাকে চুপ না থেকে মানবতার পক্ষে কথা বলতে অনুরোধ করছি।
মিছিলে নেতৃত্ব দেন ছাত্রশিবিরের ছাত্র আন্দোলন সম্পাদক জাকির হোসেন সেলিম, কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু, পাঠাগার সম্পাদক সাইদুর রহমান, মাদরাসা কার্যক্রম সম্পাদক মহিউদ্দিন, কার্যকরী পরিষদ সদস্য রাশেদুল হাসান রানা ও ঢাকা মহনগরী দক্ষিণ সভাপতি মাইনুদ্দিন মৃধা প্রমুখ।
চট্টগ্রাম ব্যুরো জানায়, স্বাধীন ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরাইলি বর্বর গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল শনিবার মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর। মিছিলোত্তর সমাবেশে শিবির নেতারা বলেন, পবিত্র রমজান মাসে মুসলিমরা অন্যান্য কাজের চেয়ে আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টায় বেশি মগ্ন থাকেন। এ অবস্থায় ইহুদিরা মুসলমানদের ওপর অত্যাধুনিক অস্ত্র দিয়ে হামলা চালিয়ে কয়েক শ নারী শিশুকে হত্যা করে তাদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে। কিন্তু ইসরাইলিদের দোসর ইঙ্গ-মার্কিনিরা এ জঘন্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে মুখ বন্ধ রেখেছে, যা তাদেরকে আরো বেশি হত্যা করতে উসকে দিয়েছে মার্কিনিরা ফিলিস্তিনে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে রোডম্যাপ ঘোষণা করলেও তার বাস্তবায়ন এখনো হয়নি। তা ছাড়া তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন ও মিসরের মুরসি সরকারের সমন্বিত প্রচেষ্টায় ইসরাইলিরা স্বাধীন ফিলিস্তিনিদের ওপর গুলি চালানো বন্ধ করার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করলেও সে চুক্তি লঙ্ঘন করেছে।
শিবির নেতৃবৃন্দ অবিলম্বে ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা বন্ধের দাবি জানিয়ে শান্তি ফিরিয়ে আনতে জাতিসঙ্ঘসহ সবাইকে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান। সমাবেশে অন্যান্যের মধ্যে ছাত্রশিবির নেতা ইয়াছির আরাফাত, জামাল উদ্দীন, মামুনুর রহমান ভূঁঞা, আ স ম ফোরকান, মুহাম্মদ রায়হান, মাঈনুর রহমান সোহেল প্রমুখ বক্তব্য রাখেন। প্রতিবাদ মিছিলটি নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
সিলেট ব্যুরো জানায়, সিলেট মহানগর শিবিরের উদ্যোগে গাজায় গণহত্যার প্রতিবাদে গতকাল নগরীতে সংক্ষিপ্ত মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। বিােভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি মু: আব্দুর রাজ্জাক বলেন, পবিত্র রমজান মাসে নারী, শিশুসহ শতাধিক নিরপরাধ মানুষকে হত্যা আবারো প্রমাণ করেছে ইসরাইল শান্তি ও মানবাধিকারের শত্রু। জায়নবাদী এই রাষ্ট্র বিশ্বের শান্তি প্রক্রিয়ায় সবচেয়ে বড় বাধা। অবিলম্বে বিশ্ব সম্প্রদায়কে এই সন্ত্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। নগর সেক্রেটারি মাশুক আহমদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মাহমুদুর রহমান দিলওয়ার, নগর তথ্য ও সমাজসেবা সম্পাদক মুহিবুর রহমান, অর্থসম্পাদক সুহেল আহমদ, ছাত্রকল্যাণ সম্পাদক ফয়জুল ইসলাম জায়গীরদার প্রমুখ।
রংপুর অফিস জানায়, অবিলম্বে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনি মুসলমানদের ওপর বর্বর হামলা বন্ধ এবং হামলাকারীদের শাস্তির দাবিতে গতকাল সকালে রংপুর মহানগরীতে বিােভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ইসলামী ছাত্রশিবির।
দুপুরে নগরীর ট্রাক স্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিলটি বিকন মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বক্তব্য রাখেন রংপুর মহানগর সভাপতি মো: আল-আমিন হাসান, সেক্রেটারি হাসিব মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রাফিউল আজাদ, অর্থসম্পাদক রাইসুল ইসলাম রাহাত, দফতর সম্পাদক আসাদুজ্জামান শিমুল, প্রকাশনা সম্পাদক আব্দুর রাজ্জাক, ছাত্রকল্যাণ সম্পাদক শামীম আলম, ছাত্র আন্দোলন সম্পাদক আবু সালমান, কারমাইকেল কলেজ সভাপতি শাকিল আহাম্মেদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সভাপতি মতিউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ফিলিস্তিনি মুসলমানদের ওপর বর্বোরোচিত হামলা কোনোভাবেই মুসলমানরা মেনে নেবে না। ইসরাইল যদি হামলা বন্ধ না করে মুসলিম বিশ্ব এক হয়ে ইসরাইলের ওপর হামলা চালাতে বাধ্য হবে।
ফেনী অফিস জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনী শহরে গতকাল দুপুরে বিােভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনের শহর সভাপতি তারেক মাহমুদ ও সেক্রেটারি যোবায়ের হোসেন মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি শহরের এসএসকে সড়কের জহিরিয়া চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদণি শেষে পাঠানবাড়ী রোডে গিয়ে শেষ হয়।
এ দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী দক্ষিণ, পূর্ব, উত্তর ও পশ্চিম, রাজশাহী মহানগরী, খুলনা মহানগরী, কুমিল্লা মহানগরী ও দণি, বগুড়া শহর, চাঁপাইনবাবগঞ্জ শহর, ফেনী শহর, কক্সবাজার শহর, চাঁদপুর শহর, দিনাজপুর শহর, সিরাজগঞ্জ শহর, দিনাজপুর জেলা উত্তর এবং ঢাকা জেলা দেিণর উদ্যোগে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিজস্ব সংবাদাতা/১৩ জুলাই ২০১৪