শিবিরের মামলা নেয়নি পুলিশ !

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিবির নেতার পা কেটে বিচ্ছিন্ন করার ঘটনায় তার মা রাজিয়া বেগম বাদি হয়ে মামলা করতে গেলে তা গ্রহণ করেনি পুলিশ।

বুধবার দুপুরে মামলা করতে গেলে তা গ্রহণ করেনি মতিহার থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে গাইবান্ধা জেলার সাঘাটা থেকে মতিহার থানায় মামলা করতে আসেন রাসেলের মা রাজিয়া বেগম। রাতে হওয়ায় মামলা না নিয়ে তাকে বুধবার আসতে বলা হয়। বুধবার বেলা ১১টার দিকে আবারো মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শীর্ষ নিউজকে জানান, ‘শিবির নেতা রাসেলের মা বাদী হয়ে থানায় মামলা করতে এলে তাদেরকে কোর্টে গিয়ে মামলা করতে বলা হয়েছে। কোনো আসামির পক্ষে থানায় মামলা নেওয়া হবে না। কারণ এভাবে মামলা নেওয়ার কোনো নিয়ম নেই বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হল শাখা শিবিরের সেক্রেটারি রাসেল মাহমুদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে রাসেলের ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া রাসেলের শরীরের বিভিন্ন স্থানে জখমসহ দুই পায়ে গুলি করে ছাত্রলীগ নেতা-কর্মীরা।
উৎসঃ শীর্ষ নিউজ

Post a Comment

Previous Post Next Post