ছাত্রী সংস্থার ২৪ কর্মী কারাগারে

রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে আটক ইসলামী ছাত্রী সংস্থার ২৪ জন কর্মীকে রিমান্ডে নেওয়ার আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠিয়ে দিয়েছেন আদালত। ৪ দিনের মধ্যে নারী পুলিশ সদস্যরা তাদেরকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলেও আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল হকের আদালত রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে ওই ২৪ জনকে সিএমএম আদালতে হাজির করে প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড চাওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মোঃ কামরুজ্জামান তাদেরকে আদালতে হাজির করে এ রিমান্ডের আবেদন জানান।

বুধবার বিকালে খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ইসলামী ছাত্রী সংস্থার ওই ২৪ জন কর্মীকে আটক করে পুলিশ।

ছাত্রী সংস্থার এক বৈঠক থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হচ্ছেন- তানজিনা বিনতে খায়ের, ফারজানা আক্তার লুনা, শামসুন্নাহার, ফাতেমা জান্নাত, আতিয়া জাহান, সুবাইতা সারা, মমতা হেনা, আয়েশা আক্তার, সালমা নাসরিন, ফাতিমা ফারহানা, ফারহানা আক্তার, ফারজানা বেগম, হাফিজা সিদ্দিকা প্রমুখ।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সরদার ওহিদুজ্জামান বাংলানিউজকে জানান, ছাত্রী সংস্থার কর্মীরা গোপনে বৈঠক করছেন এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উৎসঃ বাংলানিউজ২৪

Post a Comment

Previous Post Next Post