ক্যামেরুনকে ৪-১ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ২য় রাউন্ডে গেলো ব্রাজিল

ক্যামেরুনের জালে দলের পক্ষে চতুর্থবারের মতো বল পাঠালেন ফার্নান্দিনহো। তার এ গোলের মাধ্যমে আফ্রিকান দলটির বিপক্ষে ৪-১ গোলে এগিয়ে গেল ব্রাজিল। এর আগে ব্রাজিলের হয়ে জোড়া আঘাত করেন নেইমার এবং একবার গোল উদযাপন করেন ফ্রেড। ক্যামেরুনের পক্ষে একমাত্র গোলটি করেন মাতিপ।

১৭ মিনিটের মাথায় ব্রাজিলের পক্ষে প্রথম গোল করেন পোস্টারবয় খ্যাত নেইমার। নয় মিনিটের ব্যবধানে নেইমারের সে গোল পরিশোধও করেন ক্যামেরুনের মাতিপ। তবে সে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৫ মিনিটের মাথায় ক্যামেরুনের ডিফেন্ডারদের বোকা বানিয়ে ব্রাজিলকে এগিয়ে নেন পোস্টারবয়।

১৭ ও ৩৫ মিনিটে দলের পক্ষে দুই গোল করে এবারের আসরে সর্বোচ্চ গোলের শীর্ষে উঠে এসছেন ২২ বছর বয়সী তারকা স্ট্রাইকার নেইমার।

তবে ২০ মিনিটের মাথায় নেইমারের বাম পায়ের জোড়ালো শট ক্যামেরুনের গোলরক্ষক না আটকে দিলে দুই এবারের বিশ্বকাপের দ্বিতীয় হ্যাট্রিকের মালিক হতেন তিনি। আর ব্রাজিল এগিয়ে যেতো ৩ গোলে।

খেলার ২১ মিনিটে আরও একটি সুযোগ মিস করেন ফ্রেড। শুরুতেই গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় ব্রাজিল। এছাড়া ৩ ও ৬ মিনিটে পাওয়া কর্নারও কাজে লাগাতে পারেনি তারা।

পাল্টা আক্রমণে ৯ মিনিটের মাথায় ২০ গজ দূর থেকে আবুবক্করের শট ডিবক্সে অটকে দেন মার্সেলো। ১২ মিনিটের মাথায় মার্সোলোকে ফাউল করায় ম্যাচের প্রথম হলদু কার্ড পান ক্যামেরুনের এনহো।

তবে ১৫ মিনিটের মাথায় নেইমারকে কারণ ছাড়াই ধাক্কা দেন নিয়ম।

বাংলাদেশ সময় সোমবার মধ্যরাত ২টায় ব্রাসিলিয়ার এস্তাদিও নাসিওনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

Post a Comment

Previous Post Next Post