এই কেমন নিসঠুরতা ? এই কেমন মানবতা ? --এম এ রায়হান

কি বলা যায়, বলুন ? বুকের পাজরটা ভেঙে যায়। চোখের নোনা পানিতে ভাসি। মন চায় একটু ছূয়ে দেখি। আকাশের দিকে তাকিয়ে বলি-হে আল্লাহ, তোমার ইজ্জতের কসম এর প্রতিশোধটা নেয়া হবেই। ইনশা আল্লাহ।

সেনবাগে জামায়াত নেতার উপর পুলিশের শারিরীক নির্যাতন। এই যুলুমের পরিনাম কতটা ভয়াবহ তা শুধু আল্লাহই ভাল জানেন। হে আল্লাহ তুমি তোমার নিরাপত্তার চাঁদর দিয়ে ঢেকে রাখ।
আমীন।

Post a Comment

Previous Post Next Post