চবিতে পুলিশ-ছাত্রলীগ ধাওয়া-পাল্টা ধাওয়া, অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২ নম্বর গেইট এলাকার সফি টাওয়ার থেকে একটি শটগানসহ ধারালো অস্ত্র, রড ও হকিস্টিক উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায়।

এর আগে ছাত্রলীগের একটি পক্ষ ক্যাম্পাসে স্লোগান দিয়ে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টার ঘটনা ঘটে।

পরে পুলিশ অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেইট সংলগ্ন সফি টাওয়ার থেকে একটি শটগান, রড ও হকিস্টিক উদ্ধার করে। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাত্রলীগের এ অংশের নেতৃত্ব দেন চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অমিত কুমার বসু ও যুগ্ম-সম্পাদক সুমন মামুন।

দুপুর ১২টায় আবার ছাত্রলীগের একই অংশ ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে এবং কেন্দ্রীয় খেলার মাঠ ও আইন অনুষদ এলাকায় স্লোগান দিতে থাকে। এ সময় ছাত্রলীগের আরেক পক্ষ ক্যাম্পাসের ১ নম্বর গেইট, কাট পাহাড় ও প্রশাসনিক ভবন এলাকায় শো-ডাউন দিলে ক্যাম্পাসে এক ধরনের উত্তেজনা বিরাজ করে। সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়।

এ বিষয়ে ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক সুমন মামুন বলেন, ‘আমরাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ক্যাম্পাসে ঢুকতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের বাধা দেবে কেন? আমরাও ছাত্রলীগ করি। ছাত্রলীগের একপক্ষ ক্যাম্পাসে শো-ডাউন দিলে আমরা ঢুকতে পারবো না কেন। আমরা ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের সহাবস্থান চাই।’

তবে বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেইট এলাকা থেকে শটগানসহ রড ও হকিস্টিক উদ্ধারের কথা প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন স্বীকার করলেও বিশ্ববিদ্যালয়ে পুলিশ প্রশাসনের দায়িত্বরত তিন কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে হলে তারা বলেন, ‘আমরা জানি না, এটা অন্যরা জানে।’

বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ বলেন, ‘আমরা ক্যাম্পাসে কাউকে ঢুকতে বাধা দেইনি। বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা রক্ষায় কিছু শিক্ষার্থীর উশৃঙ্খল কর্মকাণ্ডে বাধা দেওয়া হয়েছে। অস্ত্র উদ্ধারের বিষয়টি পুলিশ জানে।’

শীর্ষ নিউজ ডটকম

Post a Comment

Previous Post Next Post