সেনবাগে জামায়াত নেতার উপর পুলিশের শারিরীক নির্যাতন

এই কেমন নিসঠুরতা ?  এই কেমন মানবতা  ?
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা সদরে গতকাল সন্ধ্যায় জামায়াত নেতা দীন মুহাম্মাদ সহ গ্রেপ্তার করা হয় মোট ৩ জনকে।

জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রাহমান নিজামীর রায়কে কেন্দ্র করে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান সেনবাগের জামায়াত নেতৃবৃন্দ।

থানার এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশে অনেচ্ছুক, সূত্রে জানা গেছে তাদেরকে গ্রেপ্তারের পর কোর্টে নেয়ার পরিবর্তে থানায় রেখে চোখ বেঁধে মাথায়, কোমরে, শারিরীক নির্যাতন করা হয়।

পুলিশের এমন আচরনের তীব্র নিন্দা জানান জামায়াতের থানা আমির মাওলানা ইয়াছিন করিম ও শিবিরের সেনবাগ সদর, থানা উত্তর, থানা দক্ষিণ  সভাপতি, সেনবাগের ৯টি ইউনিয়নের সভাপতিরা সহ জামায়াত শিবিরের সকল স্তরের নেতা কর্মী।

উল্লেখ্য, জামায়াত নেতা দীন মুহাম্মাদ শিবিরের সাবেক জেলা সাহিত্য সম্পাদক, আমিশাপাড়া সাথী শাখার সাবেক সভাপতি, বর্তমান সেনবাগের ৪নং কাদরা ইউনিয়ন জামায়াত সেক্রেটারি।

জামায়াত এবং শিবিরের নেতৃবৃন্দ অবিলম্ভে দ্বীন মোহাম্মাদসহ সকল নেতা কর্মীর মুক্তি দাবি করছে।

এম/এ/আর/সেনবাগ প্রতিনিধি/ দৈনিক সেনবাগের কণ্ঠ

Post a Comment

Previous Post Next Post